বাংলাদেশে বর্তমান যুগে আমরা সবাই কম বেশি কম্পিউটার এবং এটির ব্যবহার সাথে পরিচিত। সত্যিকার অর্থে কতজন মানুষ কম্পিউটার ব্যবহার করতে জানে এবং এই দক্ষতাকে কাজে লাগিয়ে চাকুরী,ব্যবসা,পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করছে তা খুবই সামন্য। বর্তমান জনসংখ্যার প্রায় ১০ শতাংশ মানুষ কম্পিউটার ব্যবহার করছেন। যার মধ্যে ৪.৮ শতাংশ হচ্ছে নারী বাকি ৫.২ শতাংশ হচ্ছে পুরুষ যারা দৈনন্দিন জীবন বা কাজের জন্য কম্পিউটার ব্যবহার করছেন। কম্পিউটার হচ্ছে বর্তমান সভ্যতার মূল চাবিকাঠি। বর্তমান বিজ্ঞান এবং প্রযুক্তির যুগে যে সেক্টরে কাজ করতে চান না কেন কম্পিউটার ছাড়া ভাবতে পারবেন না। নামীদামি প্রতিষ্ঠান হতে পড়াশোনা করে ও অনেক মানুষ শুধুমাত্র কম্পিউটার না জানার কারণে বেকার জীবনযাপন করছে। কলেজ, বিশ্ববিদ্যালয়,বেসরকারি প্রতিষ্ঠান এবং দেশি ও বিদেশি ব্যাংকে উচ্চ বেতনে চাকুরির সুব্যবস্থা আছে। আর আপনি যদি কম্পিউটার এক্সপার্ট হোন প্রতিমাসে ৩০,০০০ থেকে ১,০০,০০০ লক্ষ টাকা ইনকাম করাও সম্ভব। তবে কম্পিউটার ব্যহার জানা আর কম্পিউটার এক্সপার্ট কিন্তু এক বিষয় নয়। বর্তমানে আমাদের দেশে যেসকল প্রতিষ্ঠানে কম্পিউটার শিক্ষার কোর্স করানো হয় সেখানে শুধু কপি পেস্ট এবং টাইপিং ছাড়া খুব বেশি শিখানো হয় না। যা দিয়ে আপনি একজন কম্পিউটার এক্সপার্ট কখনো হতে পারবেন না। এর জন্যই আমাদের কম্পিউটার বেসিক থেকে প্রফেশনাল কোর্সটি তৈরি করেছি। এই কোর্সের রয়েছে কম্পিউটার ব্যবহারে জিরো থেকে হিরো হয়ে কিভাবে আপনি ইনকাম করবেন তার সম্পূর্ণ গাইডলাইন। যার মাধ্যমে নারী,পুরুষ,শিক্ষার্থী,চাকুরীজীবি,বয়স্ক কম্পিউটা স্কিলকে কাজ লাগিয়ে ডাটা এন্ট্রির বিভিন্ন টাইপের বিভিন্ন কাজ করে অনলাইনে ইনকাম করা যায় সে ব্যপারেও এই কোর্সের গাইড দেয়া থাকবে। যাতে করে প্রতিমাসে বেসিক কিছু কাজ করে ৫০০–১০০০ ডলার ইনকাম করতে পারেন।
ডাটা এন্ট্রি ( Data Entry ) হচ্ছে ডাটা এন্ট্রি হচ্ছে লিখিত তথ্য,চিত্র,উপাত্ত বা বিষয়বস্তুকে ইলেকট্রনিক ফরম্যাটে পরিনিত করে তা কম্পিউটারের জন্য উপযুক্ত করার প্রক্রিয়া। এই পদ্ধিতে সাধারণত ডাটা ইনপুট করা এবং একটি নির্দিষ্ট ডাটাবেসে ডাটা সংক্ষণ করা হয়।
কম্পিউটার বেসিকঃ ( কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে পরিচিটি,ইনস্টোল এবং ব্যবহার)
অফিস এপ্লিকেশন বিষয় পরিচিতিঃ ( এম এস ওয়ার্ড, এম এস এক্সেল, এম এস পাওয়ারপয়েন্ট,গুগল ডকস,গুগল স্প্রেডসীট,গুগল ফর্ম )
এম এস ওয়ার্ড বিষয়ে বিস্তারিতঃ ( বাংলা এবং ইংরেজী টাইপিং, টেক্সট ফরম্যাটিং, টেক্সট স্টাইলিং, ডাটা সার্ভে,অনলাইন এবং অফলাইন ডাটা এন্ত্রি )
এম এস এক্সেল বিষয়ে বিস্তারিতঃ ( বাংলা এবং ইংরেজী টাইপিং, টেক্সট ফরম্যাটিং, টেক্সট স্টাইলিং,টেবিল তৈরি, ফরমুলা, ডাটা সার্ভে,অনলাইন এবং অফলাইন ডাটা এন্ত্রি )
এম এস পাওয়ারপয়েন্ট বিষয়ে বিস্তারিতঃ ( স্লাঈড তৈরি, স্লাইড টাইমিং, ছবি এবং এনিমেশন সংযুক্ত, ইউআরেল সংযুক্ত )
গুগল এপস বিষয়ে বিস্তারিতঃ ( বাংলা এবং ইংরেজী টাইপিং,টেক্সট ফরম্যাটিং, টেক্সট স্টাইলিং,টেবিল তৈরি, গুগল স্প্রেডসীট তৈরি,গুগল ফর্ম তৈরি, গুগল ড্রাইভ তৈরি )
ওয়েব রিসার্স এবং ইন্টারনেট রিসার্স বিষয়ে বিস্তারিতঃ ( ওয়েব রিসার্স কি এবং ইন্টারনেট রিসার্স কি, পার্থক্য,ডাটা সংগ্রহ করার বিভিন্ন মাধ্যম, গুগল ম্যাপের মাধ্যমে ডাটা সংগ্রহ )
লিড জেনারেশন বিষয়ে বিস্তারিতঃ ( ওয়েব রিসার্স এর মাধ্যমে ডাটা সংগ্রহ, সোস্যাল মিডিয়ার মাধ্যমে ডাটা সংগ্রহ,বিজনেস টু বিজনেস লিড জেনারেশন, বিজেনস টু ক্লাইন্ট লিড জেনারেশন )
ডাটা মাইনিং বিষয়ে বিস্তারিতঃ ( সংগ্রীহিত ডাটা সমস্যা বের করা, প্রয়োজনীয় ডাটা চিহ্নিত করা,চিহ্নিত ডাটা প্রস্তুত এবং পূর্ব প্রক্রিয়া করা,ডাটা মডেল তৈরি করা,তৈরি করা ডাটা মডেল যাচাই এবং স্থাপন )
ডাটা ক্র্যাপিং বিষয়ে বিস্তারিতঃ ( ডাটা চিহ্নিত করা, ডাটা নির্বাচন করা, স্ক্র্যাপিং কোড তৈরি এবং চালনা করা, ডাটা পরিষ্কার ,যাচাই এবং সংশোধন করা, ডাটা সংরক্ষণ করা )
ভার্চুয়াল এস্টিটেন্স বা অফিস এডমেনেস্ট্র্যাটিভ কাজঃ ( রিমোটলি অফিস চালনা করা, এডমিন সার্পোট, সোস্যাল মিডিয়া প্রোফাইল হান্ডেলিং,ভিডিও মিটিং তৈরি, ক্যালেন্ডার তৈরি,ই-মেইল তৈরি এবং ফরওয়ার্ডিং,কাস্টুমার সার্ভিস, ক্লোড কল )
ক্যানভা সফটওয়্যার বিষয়ে বিস্তারিতঃ ( এড ব্যানার ডিজাইন,সোস্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, লগো ডিজাইন,টি-সার্ট ডিজাইন,গিগ ডিজাইন )
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস বিষয়ে বিস্তারিতঃ (প্রোফেশনাল একাউন্ট তৈরি,প্রোফেশনালি প্রোফাইল সাঝানো,
বিভিন্ন নিয়ম-নীতি,গিগ ডিজাইন, গিগ পাবলিস,গিগ এসসিও,বিড করা,প্রোফাইল রিভিও,স্কিল পরীক্ষা )
কমিউনিকেশন স্কিলঃ ( How to Approach,স্পোকেন ইংলিস,ক্লাইন্ট হান্টিং,ক্লাইন্ট হ্যান্ডিলিং,কাজের অর্ডার নেওয়া এবং ডিলিভারি,ক্লাইন্ট রিভিও)
পেমেন্ট মেথঠ বিষয়ে বিস্তারিতঃ ( পেওয়ানার একাউন্ট তৈরি করা,একাউন্ট সাঝানো, একাউন্ট ভেরিফেকিশন করা,ব্যাংক / বিকাশ একাউন্টের সাথে পেওয়ানার একাউন্ট সংযুক্ত )